সাবেক এসপি বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
মিতু হত্যার মামলায় সাবেক এসপি বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন…পিবিআই।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের কার্যালয়ে পৌঁছান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। এর আগে বৃহস্পতিবার রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলার আবেদন জমা দেন বাবুলের আইনজীবী। আদালত আবেদন গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছে। ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এরপর থেকে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে আছেন বাবুল। ২০১৬ সালের ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মিতুকে।