বক্তব্য শেষ না হতেই সাবেক এমপির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

- আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ভরা মঞ্চে সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন। এই ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, বদলগাছী উপজেলার বিলাশবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভামঞ্চে বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য মঞ্চে থাকা আকরাম চৌধুরীর দিকে মাইক্রোফোন ছুড়ে দিয়ে বলেন ‘নৌকার জন্য যখন আপনার এতো ভালবাসা তাহলে মাইক্রোফোন নিয়ে একটু বলেন।
২০১৮ সালের নির্বাচনের সময় কোথাও কার জন্য ভোট চেয়েছেন? আকরাম চৌধুরী মাইক্রোফোনে বলেন, ওই সময় তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকায় আইনগত জটিলতার কারণে ভোট চাইতে পারেননি। বক্তব্য শেষ না হতেই সংসদ সদস্য ছলিম তরফদার মাইক্রোফোন ছিনিয়ে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মাঝে সোরগোল শুরু হয়। পরে হাজারো মানুষের সামনে তাকে লাঞ্ছিত করার অভিযোগ তোলেন আকরাম হোসেন চৌধুরী।