দিনাজপুর পৌর এলাকায় জোড়া-তালির সংস্কারে ক্ষুব্ধ স্থানীয়রা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট উন্নয়নে সংস্কার শুরু হয়েছে। কিন্তু, জোড়া-তালি দেয়া কাজ নিয়ে অসন্তোষ জানিয়েছে স্থানীয়রা। নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তার কাজ করায় এর স্থায়ীত্ব নিয়ে রয়েছে সন্দেহ।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর পৌরসভা। পৌরসভার জনসংখ্যা ১ লাখ ৮৭ হাজার। দীর্ঘ দিন উন্নয়নমূলক কাজ না হওয়ায় রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনগুলো ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পৌরসভার ১শ’ ২২ কিলোমিটার পাকা রাস্তার ৬০ শতাংশ পথচারীসহ যানবাহন চলাচলের অনেকটা অযোগ্য। দীর্ঘ দিন পর এসব রাস্তা সংস্কার শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এসব অভিযোগের বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ দায়সারা জবাব দিচ্ছেন।
দিনাজপুর পৌরসভায় রাস্তা সংস্কারের কাজ মান ঠিক রেখে দ্রুত শেষ করার দাবি নগরবাসীর। ।