বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় দেশের বাজারে আগামী মাসেই তা সমন্বয় করা হবে : টিপু মন্সী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় দেশের বাজারে আগামী মাসেই তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী। সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সকালে রংপুরে নিজ বাসভবনে তিনি আরো বলেন, তিন বছর পর প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে।
টিপু মুনশি আরো বলেন, ভারত জ্বালানী, পরিবহন এগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানীর দাম কমছে। যার প্রভাব পড়বে দেশের বাজারেও।
বিশ্ববাজারের সাথে পণ্যের দাম সমন্বয় করা হচ্ছে। ট্যারিফ কমিশনের সিদ্ধান্তক্রমে আগামী মাসে নিত্যপণ্যের মূল্য আরো একধাপ কমতে পারে বলেও জানান টিপু মুনশি।
















