রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটেই হবে নির্বাচন : সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতি হবে না। ব্যালটে কারচুপি হলে, মামলা করে জিতেও কেউ সংসদে আসতে পারেন না। গত ৫০ বছরে এমনটি দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রসঙ্গে সিইসি জানান, ইভিএমের নানা দুর্বলতা ও ফাঁক-ফোকর নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।কিন্তু, ভারতের ইভিএমে ভিভিপিএটি আছে। যা দিয়ে কে কাকে ভোট দিল জানা যায়। ফলে, ১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত পরিবর্তনে ব্যাপক আলোচনার দরকার বলেও জানান তিনি।