নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছে দৈনিক হাজিরা ও পাথর ভাঙার প্রায় পাঁচ হাজার শ্রমিক।
সিএফটি প্রতি মাত্র এক টাকা মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে লোড-আনলোড শ্রমিকদের কর্মবিরতি শুরু হওয়ায় ভারত ও ভূটানসহ অন্য দেশের পণ্য আমদানি বন্ধ রয়েছে। নতুন পণ্যের আমদানি না থাকায় দৈনিক হাজিরা শ্রমিক ও পাথর ভাঙার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। অন্যদিকে পূর্ব ঘোষণা না থাকায় সকাল ৬টা থেকে বন্দরে শ্রমিকদের এসে ঘুরে যেতে দেখা যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দৈনিক হাজিরা শ্রমিকরা।