চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে নভেল মুজিব বিতরণ করলো বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের মাঝে যৌথভাবে নভেল মুজিব বিতরণ করলো বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র।
সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজিবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন আটখণ্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল মুজিব। শিশু কিশোরদের জন্য উপযুক্ত ফরমেটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের বর্ণনা চিত্রিত করা হয়েছে নভেল মুজিব’এ। এতে শিশু কিশোরদের মাঝে আরো সহজে বঙ্গবন্ধুর আদর্শকে বিস্তার ঘটানো সম্ভব হবে বলে জানান উদ্যোক্তারা।