নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত চৌমুহনী পৌরসভায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার। জানান, বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগও তাদের সমাবেশ ঘোষণা করে। একই স্থানে দুই দলের সমাবেশ ঘোষণা করায় জননিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।