১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

- আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা সংকট কাটিয়ে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ৩ মাস পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সুন্দরবনের সবগুলো স্পটে দর্শন করতে পারবেন আগ্রহীরা। একইসঙ্গে জেলেরা মাছ ধরতে পারবে সুন্দরবনের নদী ও খালে।
মাছের প্রাকৃতিক প্রজনন অব্যাহত রাখতে প্রতিবছর জুন থেকে আগস্ট ৩ মাস সুন্দরবনের নদী-খালে মাছ ধরা বন্ধ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জেলেরা ছাড়াও এই সুবিধা পাবেন ভ্রমণপিপাসু পর্যটকরা।
পদ্মা সেতু চালুর পর এতোদিন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ভ্রমণের অনুমতি মেলায় বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট মালিক-চালকরা সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছেন। পর্যটকদের বুকিং দেয়া শুরু করেছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন বলছেন, সুন্দবন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে পর্যটন শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করছেন তারা।
৩ মাস জেলে ও পর্যটকের আনাগোনা কম থাকায় জৈববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরুপদ্রব ছিল।
খুলনা অঞ্চলে তিন শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। তাদের ব্যবসা আবার আস্থায় ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের