মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

- আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরীর অভিযোগে জগদীশ ট্রেডার্স-এর ডিলার মহাদেব কুন্ডুকে ১৫ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, বিপুল পরিমাণ সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পরে মহাদেব কুন্ডু নামে ওই সার ডিলারের মালিকানাধীন তিনটি গুদাম তল্লাসী করে বিএপি ২৪০০ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও ৫০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায়। যা সরকারি নির্দেশনা পরিপন্থি। পরে অভিযুক্ত মহাদেব কুন্ডুকে ১৫ দিনের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
এদিকে..প্রতারণার অভিযোগে মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সকালে এ অভিযান শুরু হয়।
দুদকের মাদারীপুর সমন্বিত অফিস সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত হয়রানী এবং প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগি এক রোগী। পরে হাসপাতালে অভিযানে চালানো হয়। এ সয়য় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্র। অভিযানে রোগীদের সাথে অসদাচরণ, কেবিন ও সীট পেতে উৎকোচ গ্রহণ, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হবে।