জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত দু’তিন দিনের মধ্যে : প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমালেও, ভোক্তা পর্যায়ের দাম ঠিক করতে ২/৩ দিন লাগবে বলে জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন.. বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ। তবে, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জ্বালানি মন্ত্রণালয়। এদিকে, ভোক্তা অধিকারের অভিযানের নামে হয়রানি বন্ধসহ পেট্রোল পাম্প মালিকদের পাঁচ দফা দাবি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সমাধান হবে বলে জানান তিনি। দাবি আদায় না হলে ১৩ সেপ্টেম্বর ছয় ঘন্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েসন।
জ্বালানি তেলের দাম ও পেট্রোল পাম্প মালিকদের পাঁচ দফা দাবি নিয়ে বিপিসি’র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন বিপিসি চেয়ারম্যান।
এতে তিনি বলেন, আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর পর, এখন ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ নিয়ে পর্যালোচনা করছে বিপিসি।
রাশিয়া থেকে ক্রুড অয়েলসহ জ্বালানি তেল আমদানির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
পেট্রোল পাম্প মালিকদের পাঁচ দফা দাবি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সমাধান করা হবে বলে জানান, বিপিসি চেয়ারম্যান।
দাবি আদায় না হলে আগামী ১৩ সেপ্টেম্বর ছয় ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েসন।