নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে অপঘাতে মৃতদের ময়না তদন্ত

- আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নানা অবব্যস্থাপনার মধ্য দিয়ে চলছে অপঘাতে মৃতদের ময়না তদন্ত। বেহাল দশা মর্গের। ভিসেরা সংরক্ষণে নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা। ফলে ময়না তদন্ত রিপোর্ট পেতে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, রাজবাড়ীতে যেভাবে ভিসেরা রাখা হয় তা আরও উন্নত হওয়া দরকার।
রাজবাড়ীর মর্গটি হাসপাতাল থেকে দুই কিলোমিটার দুরে ড্রাই আইচ ফ্যাক্টরীর কাছে। মর্গটিতে যেনো কিছুই নেই। ভেন্টিলেশন নেই, নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। ডাক্তারদের বসার আলাদা রুম নেই। পাম্প চুরির পর নতুন পাম্প কেনা হয়নি। নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। হাতুর বাটাল দিয়ে চলে লাশ কাটার কাজ।
লাশ সংরক্ষণে রয়েছে একটি মরচুয়ারি। তবে নেই নৈশ প্রহরী। .ডোমের পদটিও দীর্ঘদিন শূণ্য। ভিসেরা সংরক্ষণে নেই আধুনিক ব্যবস্থা। সদর হাসপাতালের দোতলায় ছোট্ট একটি ষ্টোর রুমে ভিসেরা রাখা হয়। সিলগালা প্যাকেটে কতদিন তা পরে আছে কেউ জানে না।
ভিসেরার আলামত তাৎক্ষণিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর কথা থাকলেও তা সঠিকভাবে হচ্ছে না।
মামলার তদন্তে পোস্টমর্টেম গুরুত্বপূর্ণ হলেও রাজবাড়িতে তা পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। একারণে বিঘ্নিত হয় তদন্ত।
তবে সিভিল সার্জনের দাবি, পোস্টমর্টেম আগের চেয়ে ভালো হচ্ছে। হাসপাতালের কাজ শেষ হলে মর্গ ভেতরে করা হবে।
রাজবাড়ী মর্গের ব্যবস্থাপনা উন্নত হোক। অবসান ঘটুক ভুক্তভোগীদের ভোগান্তির।