ভাড়া বৃদ্ধির দাবিতে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ইজিবাইক কর্মবিরতি

- আপডেট সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ইজিবাইক ধর্মঘট চলছে। টানা দুদিনের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ইজিবাইক মালিক-শ্রমিকরা বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। গতকালের মত আজও গন্তব্যে যেতে পারেনি শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ। সড়কে বেরিয়ে বিড়ম্বনায় পড়েন তারা।
আশেপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসাসহ নানা প্রয়োজনে রাজশাহীতে আসা বিপুলসংখ্যক মানুষও যানবাহন সংকটে ভোগেন।
হাতে গোণা কিছু ইজিবাইক চলাচলের চেষ্টা করলেও মোড়ে মোড়ে বাধার মুখে পড়ছে।
এদিকে, ধর্মঘট দ্বিতীয় দিনে গড়ালেও সিটি কর্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকে সংকট নিরসনে কোনো উদ্যোগ নেয়া হয় নি।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন, বিদ্যুতের দাম বাড়েনি।কাজেই ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়ার বৃদ্ধির দাবি অযৌক্তিক।
পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনকে সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে।