ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ধাওয়া-পাল্টা- ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে পুলিশসহ দু’পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এঘটনায় সোনাইমুড়ি থানা পুলিশ বাদী হয়ে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, স্থানীয় এমপি এইচএম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী সমাবেশে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫জন নেতাকর্মী আহত হয়।