সন্ত্রাস বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে প্রয়োজনে সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রসহ আগ্রহী দেশগুলোকে বেশি করে রোহিঙ্গা নেয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সমস্যা দ্রুত শেষ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়াবা, মানব পাচার ও হাটবাজার নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে অন্তত ১৪টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বাড়ছে অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধও।
আশ্রয়শিবিরগুলোতেও মাদকদ্রব্য কেনাবেচায় জড়িত অন্তত পাঁচ হাজার রোহিঙ্গা। গেল পাঁচ বছরে ২ হাজার ৩৮৫ জন রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ১ হাজার ৫৬৪টি। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন অন্তত ৭৮০ জন।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির ৫ম সভা।
পরে রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাফ নদীকে মাদকের প্রধান রুট ।ক্যাম্পের ভেতরে ও বাইরে মাদক চোরাচালান বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গাদের নেওয়ার আগ্রহ দেখিয়েছে, তাদের বেশিসংখ্যক রোহিঙ্গা নিতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।