ফেনীতে দ্বিগুণ বেড়ে গেছে ট্রেন যাত্রীর সংখ্যা

- আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ফেনীতে দ্বিগুণ বেড়ে গেছে ট্রেন যাত্রীর সংখ্যা। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের সাথে বাস ভাড়া বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে ট্রেনে যাত্রা করছেন তারা। কিন্তু টিকেটেরে জন্য অনেক ছুটাছুটি করতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত আসনে টিকেট না পেলেও দাঁড়িয়ে যেতে হচ্ছে অনেককে। রেল কর্তৃপক্ষের দাবি, বগিতে আসন বাড়ানোর চেষ্টা চলছে।
জ্বালানি তেলের দাম বাড়ায়। গণ পরিবহনের ভাড়া বেড়ে গেছে। এতে কম ভাড়ায় নিরাপদ,আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নিচ্ছেন যাত্রীরা। কিন্তু চাহিদার তুলনায় টিকেট কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের দাবী, স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেনগুলো। এরই মধ্যে ভোগান্তির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে করা হয়েছে।
দুর্ভোগ কমাতে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে রেলে পর্যাপ্ত আসন সংখ্যা বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
আলাদা সড়ক দুর্ঘটনায় বরিশাল ও পটুয়াখালীতে ৬জন নিহত হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের চাপায় তিনজন নিহত হয়েছে। দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে এখন পর্যন্ত ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এলমাস সরদার ও ইলিয়াস হোসেন বাবলু নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। গেলসন্ধ্যায় সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করেন এলমাস ও ইলিয়াস। পথিমধ্যে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক এলাকা অতিক্রম কালে বাউফলগামী একটি মোটরসাইকেলকে সাইড দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।