শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে : জাতিসংঘ

- আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই অবস্থা থেকে উত্তরণের তাগিদও দেওয়া হয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও একই ধরনের খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কায় বর্তমানে খাবারের সরবরাহব্যবস্থায় সংকট রয়েছে। ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জর্জ লরিয়া-আজেই বলেন, দেশটির শিশুদের পুষ্টিহীনতা শিগগিরই প্রকট হতে পারে,কারণ তারা নিয়মিত বিরতিতে খাবার পাচ্ছে না। তিনি আরো বলেন, শ্রীলঙ্কায় শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে। একবার খাওয়ার পর পরবর্তী কোন সময়ে তারা আবার খাবার পাবে, তার কোনো নিশ্চয়তা এখন নেই। জর্জ লরিয়া-আজেই বলেন, দক্ষিণ এশিয়াজুড়েই অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে, বাড়ছে মূল্যস্ফীতি। ফলে এই অঞ্চলের শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রীলঙ্কায় যেমনটা দেখা যাচ্ছে, সেটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য সতর্কবার্তা।