খাদ্যপণ্যের দাম বাড়ায় বগুড়ায় ছাত্রদের মেসে মান কমেছে খাবারের

- আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খাদ্যপণ্যের দাম বাড়ায় বগুড়ায় ছাত্রদের মেসে খাবারের মান কমেছে। পাল্টে গেছে প্রতিদিনের খাবার মেনু। প্রতি বেলার খাবারের খরচ মেটাতে এখন হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া। উদ্ভুত পরিস্থিতিতে টিসিবির মাধ্যমে খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
কিছুদিন আগেও বগুড়ায় শিক্ষার্থীদের মেসে খাবার তালিকায় সপ্তাহে অন্তত দু’তিন দিন গরুর মাংস কিংবা মুরগি থাকতো। এখন সেটা আর হচ্ছে না। খাবার তালিকা ছোট করে আলু, ডাল, শাক-সবজি, কম দামের মাছ কিংবা অন্য কোনো আইটেমে দিন পার হচ্ছে।
সব খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মেসে খাবারের মান পড়ে গেছে।
খাবারের বাড়তি খরচ মেটাতে না পেরে প্রতিদিনের তালিকা থেকে বাদ পড়ছে পুষ্টিকর খাবার। আর্থিক সংকটের চাপে পড়াশোনা ব্যাহত হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে অভিযান চলছে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা।
খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণসহ শিক্ষার্থীদের মাঝে টিসিবি’র মাধ্যমে কম দামে খাবার সরবরাহের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।