এক দশকেও রংপুর সিটিতে গড়ে ওঠেনি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা

- আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এক দশকে পরিকল্পনায় থাকলো- না রংপুর সিটি করপোরেশনের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। এতে স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী। দৈনিক ১৩০ টনেরও বেশি বর্জ্য তৈরি হয় নগরিতে। আবর্জনা বহনকারী আধুনিক ট্রাকসহ রয়েছে জনবল সংকট। গেল পরিষদের তুলনায় বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হয়েছে। তবে এ খাত থেকে বিকল্প আয়ের পরিকল্পনার কথা জানিয়েছে সিটি মেয়র।
নগরী সব ময়লা রাখা হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায়। দু’শ সাত বর্গ কিলোমিটারের সিটি করপোরেশনের আবর্জনা অপসারনে ৩২টি ট্রাক, দু’টি করে স্কিট স্টেয়ার লোডার, স্কাভেটর ও ৮৯টি ট্রলিভ্যান। যা বিরতিহীনভাবে দৈনিক ১২ ঘণ্টা কাজ করে। কিন্তু এতেও সমস্যার সমাধান মেলেনি।
জমাকৃত আবর্জনা জমা হয় নগরির দু’টি ডাম্পিং পয়েন্টে। আবর্জনার দুর্গন্ধের প্রভাব পড়েছে বসতি বাড়ি ও কৃষি জমিতে।
বর্জ্য ব্যবস্থাপনায় বিগত বছরের তুলনায় যথেষ্ট উন্নতি হলেও আবর্জনা থেকে বিদ্যুৎ ও জৈব্ সার উৎপাদনের পরিকল্পনার কথা জানালেন সিটি মেয়র।
তবে বিশেসজ্ঞরা বলছেন, বর্জ্য অপসারণ প্রক্রিয়া শুরু করতে হবে বাসা-বাড়ি থেকে। না হলে বর্জ্যে দূষণের হার বাড়বে বহুগুণে।
২০১২ সালের ২৮ জুন গঠন হয় এই সিটি করপোরেশন। নগরীর ৩৩ ওয়ার্ডে বসবাস করছে প্রায় ১২ লাখ মানুষ।