ফরিদপুরের চর মাধবদিয়ায় জাতীয় শোক দিবসের সভামঞ্চ ভেঙ্গে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়ন শাখার জাতীয় শোক দিবসের সভামঞ্চ ভেঙ্গে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা।
সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটে ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজ অনুষ্ঠানের নির্মাণাধীন মঞ্চটি ভেঙে দেওয়া হয়। সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামের ওপর হামলাও হয়। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবির মুখে স্কুলের ভেতরেই শোক সভার মঞ্চ তৈরির কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।