রুশ-ইউক্রেন যুদ্ধের ৬ মাসে পাল্টে গেছে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ৩১ বছর পূর্তি উদযাপন করছে ইউক্রেন। এদিকে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথম ইউক্রেন আক্রমণ করার ছয় মাস পূর্ণ হল আজ।
আতঙ্ক নিয়ে স্বাধীনতা দিবস পালন করছেন ইউক্রেনীয়রা। ভূমি, আকাশ ও সমুদ্র, তিন দিক থেকেই ক্রমাগত হামলার হুমকি থাকায় এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনেকটাই ম্লান হয়ে গেছে ইউক্রেনীয়দের। রুশ হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। খারকিভে জারি করা হয়েছে কারফিউ। স্বাধীনতা দিবসে যে কোনো রুশ আক্রমণ থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেও, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা।