আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। চেম্বার আদালতে তার আবেদনের শুনানি হওয়ার কথা।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এ মর্মে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট বিভাগ। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ বিষয়টি নিয়ে ইতোপূর্বে জারি করা রুলের ওপর উভয়পক্ষের শুনানি নিয়ে খারিজের রায় দেন। এর ফলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতে আনা মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।