৩০০ টাকায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতির ১৬তম দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
৩০০ টাকায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতির ১৬তম দিনেও হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
হবিগঞ্জ চুনারুঘাটে লস্করপুর ভ্যালির পঞ্চায়েত কমিটি ও ভ্যালি কমিটির নেতৃবৃন্দের সাথে আবারও আলোচনায় বসেছে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আগ পর্যন্ত চা শিল্প রক্ষার স্বার্থে আলোচনায় বসেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। গতকাল দুপুরে লস্করপুর ভ্যালির পঞ্চায়েত নেতাদের সংগে বৈঠকে দাবি আদায়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিলে বিকেলে তাদের সাথে আলোচনা করে কাজে ফেরার অনুরোধ জানান জেলা প্রশাসক। কিন্তু তাতে সাড়া দেয়নি চা শ্রমিকরা।





















