কর্মঘন্টা পরিবর্তনে প্রভাব ফেলবে না কাজে বললেন এলজিআরডি মন্ত্রী

- আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আজ থেকে নতুন সময়সূচিতে চলছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়স্তশাসিত অফিস। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন সময়সূচিতে সকাল ৮টা থেকেই অফিস করছেন চাকরিজীবীরা। এদিকে, সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, কর্মঘন্টা পরিবর্তন হওয়ায় কাজের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না।
তিনি আরো বলেন, নতুন এ সময়সূচী কতদিন থাকবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সরকারি অফিসের সাথে যুক্ত থাকায় বেসরকারি অফিসের কর্মঘন্টা কমে আসবে বলে জানান তিনি। রাজধানীর দোকান ও মার্কেট আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে..বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গেলো একমাসের লোডশেডিংয়ে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিদ্যুৎ সাশ্রয় হয়েছে ১৩ হাজার মেগাওয়াটের কাছাকাছি। সূচি দিয়ে লোডশেডিংসহ নানা পদক্ষেপের কারণে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হয়েছে বলেও জানান তিনি। আগামী ১৫ দিন মধ্যরাত থেকে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অফিস সময়সূচি কমিয়ে আনায় বিদ্যুত কতটুকু বাঁচানো যাচ্ছে তা জানতে আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে