পটুয়াখালীর দুমকি ও ফেনীর পরশুরাম এলাকায় ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকি ও ফেনীর পরশুরামে আওয়ামী লীগ এবং বিএনপি একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের হলপট্টি পদ্মা ব্যাংক সংলগ্ন ৪শ’ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকার আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে সবরকম সভা-সমাবেশ, মিটিং-মিছিল ও গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ফেনীর পরশুরামেও আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পণ্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে ২ বিএনপি নেতা নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি।





















