সিরাজগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রায় দু’শ গ্রামবাসীর নামে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার লিয়াকত সালমানের উপর হামলা ও ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রায় দু’শ গ্রামবাসীর নামে মামলা করা হয়েছে।
ভোরে সহকারী কমিশনার কার্যালয়ের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ১২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরিদর্শক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলা দায়েরের পর বলদীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর এলাকায় খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করতে গেলে গ্রামের নারী-পুরুষ একজোট হয়ে পথরোধ করে তার। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে যায়। পরে, এসিল্যান্ডের উপর হামলা ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়।





















