যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির হবে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৮৩২ বার পড়া হয়েছে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির হবে আজ।
এদিন মামলার অভিযোগ গঠনের শুনানিও হওয়ার কথা। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ শুনানি হবে। এর আগে ১১ আগস্ট সম্রাটের জামিন ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ঠিক করা ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কারাগারে পাঠায়। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ঠিক করেন। ইতোমধ্যে আদালতে নেয়া হয়েছে সম্রাটকে।