বিভাগীয় শহরে প্রতিকী ধর্মঘট করছে পেট্রোল পাম্প মালিক সমিতি

- আপডেট সময় : ০১:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে বিক্রয় কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনায় প্রতিকী ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
রংপুর পেট্রোল পাম্প মালিক সমিতি ধর্মঘট শুরু করে ভোর ৬টায়। ফলে রংপুরে মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। আনুপাতিক হারে তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি, ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে গেলে ট্যাংক-লরীর বাড়তি ভাড়া ও পেট্রোল পাম্পের উপর বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিলের দাবি জানিয়েছে তারা। ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১২ ঘণ্টার প্রতিকী ধর্মঘটে ভোর ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন সরবরাহ বন্ধ রয়েছে। জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪ সংগঠন এই ধর্মঘট পালন করছে। ব্যবসায়ীরা জানায়, দাবী বাস্তবায়ন না হলে পরে সারাদেশে আন্দোলনের ডাক দেয়া হবে।
এদিকে, রাজশাহীতে তেল বিক্রি স্বাভাবিক রেখে সকাল-সন্ধ্যা প্রতিকী ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পেট্রল পাম্প মালিকরা বাঘাবাড়ি ডিপো থেকে আজ কোনো তেল তুলেননি। তবে, পাম্পগুলো খোলা আছে। আগের মজুদ করা তেলই বিক্রি হচ্ছে।