জরুরি অবস্থার মধ্যেই ফের উত্তাল শ্রীলঙ্কা

- আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
জরুরি অবস্থার মধ্যেই ফের উত্তাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাজধানী কলম্বোয় বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী। এদিকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন জানালেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
গ্রিন কার্ড পাবার সব প্রক্রিয়া শেষ হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। সেখানেই স্ত্রী ও সন্তানসহ জীবনযাপন করবেন। সামরিক বাহিনী থেকে অবসর নেয়ার পর পরিবারসহ যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন গোতাবায়া। কিন্তু নির্বাচনে লড়াইর জন্য গ্রিন কার্ড পরিত্যাগ করেন। বর্তমানে গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক। এদিকে গ্রেফতার হওয়া বন্দিদের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নেমেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী এলোপাথাড়ি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভস্থল থেকে ধরপাকড়ের শিকার হন অনেক শিক্ষার্থী। ক্ষমতা গ্রহণের পরই পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।