রাজধানীর বাজারে সপ্তাহে ব্যবধানে আবারো বেড়েছে সব ধরনের সবজির দাম

- আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে সপ্তাহে ব্যবধানে আবারো বেড়েছে সব ধরনের সবজির দাম উদ্বমুখির তালিকায় রয়েছে মাছ, মাংস, ডাল, পেঁয়াজ, রশুন মশলাসহ নিত্যেপণ্য দাম। এদিকে একমাসের ব্যবধানে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সংকটে সাধারণ ক্রেতা। তবে এই সপ্তাহে ঝাঁজ কমেছে কাচাঁ মরিচের। কমেছে ডিমের দাম।
ছুটির দিনে রাজধানীর বাজারে সরবরাহ ভালো থাকলেও বেড়েছে সবধরনের সবজি দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ১০০ টাকার টমেটো ১৩০-এ।বাকী সব সবজির প্রতি কেজি বেড়েছে কমপক্ষে ২০ টাকা। তবে কাচাঁ মরিচের ঝাঁজ কিছুটা কমেছে।
আমদানীর হুঁশিয়ারীতে ডিমের দাম কমতে শুরু করেছে। ১৫০ থেকে ১৫৫ টাকা ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্রয়লার মুরগীর কেজি ১৮০ টাকা। বাজারে এ সপ্তাহে বেড়েছে সব ধরনের ডালের দাম। মুসুরী ডাল বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। চিনির দাম প্রতি কেজি ৫ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। ৫ টাকা করে বেড়েছে খোলা ভোজ্যতেল। অন্তত ৪ টাকা করে বেড়েছে পেঁয়াজ ও রশুনের দাম। এছাড়া ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে সবধরনের মশলার দাম৷
এদিকে একমাসে চালের দাম বেড়েছে প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
মাছের বাজার বরাবরই উর্ধ্বমুখী। ইলিশের হালি সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১ হাজার টাকা পর্যন্ত। রুই কাতল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৩৮০ তে। গরুর মাংস ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৭০ টাকা।
বাজারের এমন উর্ধ্বগতিতে চরম বিপাকে সাধারণ ক্রেতারা চান সুষ্ঠু বাজার তদারকি।