মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে চা শ্রমিকদের কর্মবিরতি

- আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি দশ দিনে গড়ালো। দুই দফা বৈঠকের পরও দাবি আদায় না হওয়ায় চা বাগানে অচলাবস্থা চলছে। এদিকে, আন্দোলনের মধ্যেই থানায় জিডি করেছে শ্রীমঙ্গলের পাঁচ চা বাগান কর্তৃপক্ষ।
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। কাজে যোগ দেননি সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ ভ্যালির চা শ্রমিকরা। এদিন সকালে সিলেট-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকায় চা শ্রমিকরা বিক্ষোভ করেছেন। হুঁশিয়ারি দিয়েছেন, না খেয়ে থাকলেও, মজুরি ৩০০ টাকা না করা পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। এদিকে, জিডিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে কাঁচা চা পাতা ও রাবারের কষ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। প্রক্রিয়াজাত না করায় কাঁচা পাতা নষ্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের গত রাতের বৈঠকেও সমঝোতা হয়নি। আবারও শ্রম অধিদপ্তরে চা বাগান মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে বৈঠক হওয়োর কথা রয়েছে।