পানির অভাবে আমন ধান রোপন নিয়ে চিন্তিত কৃষক

- আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
খাতা-কলমে প্রকৃতিতে শ্রাবণের উপস্থিতি হলেও আকাশে ঘন কালো মেঘের পরিবর্তে দেখা যাচ্ছে শরতের সাদা মেঘের ভেলা।দেখা নেই বৃষ্টির ।প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। পানির অভাবে আমন ধান রোপন নিয়ে চিন্তিত কৃষক। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, এমন তাপদাহ আরো কয়েকদিন থাকবে।
জেলার ১৩ টি উপজেলার কৃষকরা এ সময় সাধারণত ব্যস্ত সময় পার করে আমন ধান রোপনে। কিন্তু বৃষ্টির অভাবে আমন ধান রোপন করতে পারছে না কৃষক। সেচ দিয়ে যেটুকু রোপন করা হচ্ছে, প্রচন্ড তাপে সে গুলো পুড়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষক।
এদিকে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে এমন তীব্র তাপদাহ আরো কয়েকদিন চলবে। এ মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
জেলায় হাইব্রিড জাতের ৯ হাজার ৪৪০ হেক্টর জমিতে, ২ লাখ ৪০ হাজার ৮৫০ হেক্টর জমিতে উফশী এবং ৪ হাজার ৩৫ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।