হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ

- আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। এই দিনকে বলা হয় জন্মাষ্টমী।
করোনা সংকটের কারণে গেলো দুই বছর সারাদেশে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে দিনটি। সংক্রমণ কমে আসায় এবছর আবারও দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে..রাজশাহীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মাষ্টমী।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পূজা অর্চনা ও পুস্পাঞ্জলি দেয়া হয়। পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়।