দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ : আ’লীগের বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ। ১৭ বছরেও নিষ্পত্তি হয়নি দেশব্যাপী সিরিজ বোমা হামলা ঘটনার। তবে, সাক্ষীর অভাবে এগুচ্ছে না মামলাগুলোর কার্যক্রম। ঝুলে আছে ৫৫টি। বোমা হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৫০০ পয়েন্টে একযোগে এ হামলা করে নিজেদের পরিচয় জানান দেয় জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ….জেএমবি। সারা দেশে সংগঠিত হওয়া সিরিজ বোমা হামলায় দুজন নিহত এবং ১০৪ জন আহত হন।
সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।
ময়মনসিংহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগের বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে ভালুকা বাসস্ট্যান্ডে শেষ হয়।
রংপুরের বেতপট্টির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া বগুনায় ছাত্রলীগের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয় এসময়।
একই প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বের করেন নেতাকর্মীরা।
১৭ আগষ্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
এছাড়াও- ব্রাহ্মণবাড়িয়ায়, রাজবাড়ী, দিনাজপুর, নাটোর ও সুনামগঞ্জে বোমা হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।।