জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ইউক্রেনে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ইউক্রেনে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাল বৃহস্পতিবার লিভিভ শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিখ বলেছেন, ‘তাঁরা তিনজন শুক্রবার কৃষ্ণ সাগরের ওদেসা বন্দর পরিদর্শনে যাবেন। আলোচনা করবেন জাপোরঝিজিয়া পরমাণু কেন্দ্র নিয়ে। এ ছাড়া চলমান সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের প্রয়োজন নিয়েও আলোচনা হবে। পরে শনিবার ইস্তাম্বুলে জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব।


























