কাজে আসেনি ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেয়া সরকারের ইন্টারনেট সেবা

- আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
প্রকল্পের মেয়াদ শেষ। তবুও কাজে আসেনি ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেয়া সরকারের ইন্টারনেট সেবা। উপরন্তু কম গতির কারণে ভোগান্তিতে রয়েছেন উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা সমাধানে জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে।
ডিজিটাল সেন্টারে কম গতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। যে কারণে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সেবা নিতে হচ্ছে গ্রামের মানুষদের। উপায় না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারিভাবে ইন্টারনেট সার্ভিস ও মোবাইল ডাটা ব্যবহার করছেন তারা।
জনপ্রতিনিধিরা বলছেন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধি পেলে বাড়বে সেবার মান। সেই সাথে বাড়বে পরিষদ ও সরকারের ভাবমুর্তি।
জেলা প্রশাসন বলছে, ইন্টার সার্ভিসের সমস্যা সমাধানে জানানো হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে। দ্রতই সমাধান হবে এমনটাই আশা করা যাচ্ছে।
২০১৭ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প শেষ হয়েছে গত ৩০ জুন।