বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বরগুনায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের লাঠিচার্জে শতাধিক কর্মী আহত হন। এসময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শাহাদৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে প্রতিকৃতিতে ফুল দেয় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেলসহ অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। পরে, শিল্পকলা ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।