চলমান সংকট নিরসনে কাল শ্রম অধিদফতরে চা শ্রমিক নেতাদের বৈঠক

- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জের ২৪টি চা বাগানে চলমান আন্দোলনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন শ্রমিকরা। তবে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছেন শ্রমিকরা। চা শিল্পের চলমান সংকট নিরসনে কাল শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের কার্যালয়ে চা শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসবেন দফতর মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
গতকাল রাত সাড়ে ১২টায় এ তথ্য জানিয়ে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, মজুরি বাড়ানোর আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকরা এখনও কাজে যোগ দেননি। যেহেতু শ্রম অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকের আহবান জানিয়েছেন; সেই বিবেচনায় কর্মসূচি থেকে শুধু মহাসড়ক অবরোধের বিষয়টি একদিন পেছানো হয়েছে। বৈঠকে সিদ্ধান্তের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের ২৪ চা বাগানের ১০ শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গল শ্রম দফতরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসু হয়নি।