বিয়ে করলেন পূর্ণিমা, পাত্র রবিন

- আপডেট সময় : ১১:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া।’
বিয়ের পর পূর্ণিমাসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ কারণেই বিয়ের খবর প্রকাশ করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা। চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
পূর্ণিমা জানান, ‘বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। পরে দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’