ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তবে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দেয়ার পর এখনো তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।
জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন মারিও। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে। মারিওকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। ইতালির করোনা পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান।














