নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় চার আসামীকে ৩ দিন করে রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় চার আসামীকে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায়ে এই আদেশ দেন বিচারক আমাতুল মোর্শেদা।
রাহুলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
অধ্যক্ষ লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে, গতকাল ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায় মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে এক পোস্ট দেয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ভারতের ক্ষমতাসীন দলের সাবেক নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করায় জুতার মালা পরিয়ে অপদস্ত করা হয় বলে এলাকায় প্রচার করা হয়েছে।