পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত মৃত ইরাবতী ডলফিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি অর্ধগলিত মৃত ইরাবতী ডলফিন।
সকাল দশটায় সৈকতের ঝাউবন পয়েন্টে এ ডলফিনটি পায় স্থানীয়রা।
পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে ডলফিনটি মাটি চাপা দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, এর আগে সৈকতে ভেসে আসা বেশির ভাগ ডলফিন জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। তবে বর্তমানে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। ফলে ডলফিনটির মৃত্যুর রহস্য নিয়ে অনেকটা উদ্বিগ্ন তারা। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, সৈকত এলাকায় দুর্ঘন্ধ ছড়ানোর কারনে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এটি নিয়ে এবছর সৈকতে মোট ১৩ টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে।
















