পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে ৩০ দিনে কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

- আপডেট সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টিকারীদের খুঁজে বের করতে ৩০ দিনের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে প্রতিবেদন জমা দিতে বলছে হাইকোর্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।
পদ্মায় বাংলাদেশ দীর্ঘতম সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক। ২০১৭ সালে একটি জাতীয় দৈনিকে ‘ইউনূসের বিচার দাবি,শীর্ষক প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদ নজরে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেয়। রুলে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টিকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে, চাওয়া হয়।
ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে সরকার কে নির্দেশ দেয় আদালত।
দুদক আইনজীবী বলছেন কমিশন গঠনের পর আদালত কে সব ধরনের সহযোগীতা করা হবে।
২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উদ্ধোধন করা হয়।