রাশিয়ার বিরুদ্ধে জি-সেভেন নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাশিয়ার ইউক্রেন হামলার মধ্যেই জার্মানিতে শুরু হলো জি-সেভেন সম্মেলন। বৈঠকের শুরুতেই সদস্য দেশগুলো রুশ সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে জি-সেভেন নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার কথা জানিয়েছে। ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, জি-সেভেন সম্মেলনে যে সব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা সরাসরি রাশিয়ার অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। ইউক্রেনে অভিযান শুরুর পরেই রাশিয়া অপরিশোধিত তেলের দাম কমিয়ে দেয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার পরও অনেক দেশ রাশিয়া থেকে তেল কিনতে আগ্রহী হয়ে ওঠে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনসহ আলোচনা হবে চীনের বিষয়েও।