সাভারের আশুলিয়ায় অটোরিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় জরিমানার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় অটোরিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
দুপুরে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ-পলাশবাড়ী ইউটার্নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় ৮ পুলিশ সদস্য। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, অটোরিকশা নিয়ে মহাসড়কে না উঠলেও হাইওয়ে পুলিশ রিকশা ধরে রেকার বিলের নামে প্রতিবার ২৬শ’ টাকা জরিমানা করে। এক মাসে একাধিকবার এমন অন্যায় জরিমানা আদায় করছে পুলিশ। এরই প্রতিবাদে বিক্ষোভে নেমেছে তারা।