আসছে আঁখি আলমগীরের নতুন গান

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ঈদুল আজহায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন।
জানা গেছে, সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবারের আগামী ঈদুল আযহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটা নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। যারা নাচতে পছন্দ করেন গানটি তাদের পছন্দ হবে।
তাদের জন্যই আমার এই গানটি। এই মিষ্টি গান যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি অনুভব করতে পারবে। গানটি আমরা কিছুটা ফান অ্যান্ড ড্যান্স এর মিশেলে উপস্থাপন করছি। শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’