মাদারীপুরে সাড়ে আট লাখ টাকা দামের ক্রিস্টাল মেথ আইসসহ এক তরুণ আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মাদারীপুরে সাড়ে আট লাখ টাকা দামের ক্রিস্টাল মেথ আইসসহ এক তরুণকে আটক করেছে রেব।
রেব- ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ঢাকা থেকে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসের একটি চালান মাদারীপুরে নেয়া হয়। খবর পেয়ে কালকিনি পৌরসভার লক্ষ্মীপুর পখিরা এলাকায় অভিযান চালায় রেব। সাইদ সরদার নামে এক তরুণকে আইস বিক্রির সময় আটক করা হয়। ঘটনাস্থল থেকে সাড়ে আট লাখ টাকা দামের ৫৮ গ্রাম আইস জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ডও জব্দ করে রেব। আটক সাইদ সরদার সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।