ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে নতুন জোট যুক্তরাষ্ট্রের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, আই.টু.ইউ.টু নামের নতুন এই জোট বিশ্বজুড়ে মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টার একটি অংশ।
আই.টু.ইউ.টু জোটের প্রথম ভার্চুয়াল সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই সম্মেলনে অংশ নেবেন। এতে খাদ্য নিরাপত্তা সংকট এবং সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চার দেশের এই ভার্চুয়াল সম্মেলন ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে অনুষ্ঠিত হবে।