চট্টগ্রামের পতেঙ্গা থেকে সীতাকুণ্ড এলাকায় ২২টি কনটেইনার ডিপো পরিদর্শনে ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রত্যেকটি ডিপো পরিদর্শনের জন্য সাতটি দল গঠন করেছে ফায়ার সার্ভিস।
গত তিন দিনে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে সীতাকুণ্ড পর্যন্ত মোট ২২টি কনটেইনার ডিপো পরিদর্শন করেছে সংস্থাটি। পরিদর্শন দলের সদস্যরা ডিপো কর্তৃপক্ষ থেকে সব ধরনের কাগজপত্র সংগ্রহ করেছেন। গতকাল বিএম কনটেইনারসহ সীতাকুণ্ডের আরও চারটি ডিপো থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং সব ধরনের কাগজপত্র সংগ্রহ করে পরিদর্শন দল। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের পরিদর্শক ওমর ফারুক ভূঁইয়া। ৪ জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ১০ জন। আহত হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই শতাধিক মানুষ।




















