ইতালির ভেনিসে সান জুলিয়ানো পার্কে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ইতালির ভেনিসে চ্যানেল প্রবাহের আয়োজনে সান জুলিয়ানো পার্কে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
ভেনিস বাংলা মিউজিক স্কুলের শিল্পীদের গানে গানে মুখরিত হয়ে উঠে চারপাশ । এছাড়া কোমলমতি শিশুদের নানারকম খেলাধুলা মন ভরে উপভোগ করছিল উপস্থিত উৎসুক জনতা। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল প্রবাহ্ এর ব্যবস্থপনা পরিচালক কাজী মাহ্ফুজ রানা সহ ব্যবস্থাপনা পরিচালক সোহেলা আক্তার বিপ্লবীসহ ভেনিসের মানবিক সামাজিক ও আঞ্চলিক সংগঠন সহ ভেনিসের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা । পরে কুপন ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।